আশাশুনিতে শিশু শীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

0

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ আশাশুনিতে শিক্ষকের বিরুদ্ধে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে উপজেলা সদরের কোদন্ডা গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষক মইনুর ইসলামকে আটক করেছে।
শীলতাহানির শিকার ওই গ্রামের মেয়ে (১১) সাংবাদিক ও পুলিশকে জানায়, ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিল না। এ সময় কোদন্ডা গ্রামের শিক মইনুর ইসলাম তাদের বাড়িতে যান। মেয়েটি ওই শিক্ষককে বারান্দায় চেয়ারে বসতে দেয় এবং জলখাবার দেয়। এ সময় শিক মইনুর মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে ঢুকিয়ে নেন। মেয়েটির কান্নাকাটি ও আর্তচিৎকারে তাকে ছেড়ে দিয়ে মইনুর কৌশলে বাড়ির বাইরে বের হন। মেয়েটির কান্নার শব্দে আশপাশের লোকজন এসে ভিকটিমকে মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় উদ্ধার করে এবং শিক্ষককে কৌশলে আটক করে পুলিশে খবর দেয়। আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে অভিযুক্ত শিক্ষক মইনুরকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে। অভিযুক্ত মইনুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা গেছে।