করোনা : গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ও মৃত্যু উভয়ই কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১৭ জন, এই পর্যন্ত মোট মারা গেছেন ৫ হাজার ৪৭৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৯৬ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বারিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল এক হাজার ৪৪১ জন। সেই তুলনায় আজ ১৬৩ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ২০ জন। সেই হিসেবে আজ মৃতের সংখ্যা তিন জন কম। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে। শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫০৬টি, নমুনা পরীা করা হয়েছে ১১ হাজার ২৫৬টি। এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি নমুনা পরীা করা হয়েছে। নমুনা পরীার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৩৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২২২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৫৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৭ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৮৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৩০৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৭৪ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৯ হাজার ৬৩২ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮২ হাজার ৯৩৭ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৭৫৯ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৯১২ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৯৮১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৪০ হাজার ১৮১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ২০০ জন।