প্রফেসর মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও ছাত্র পাঠ্য অর্থনীতি গ্রন্থের প্রণেতা প্রফেসর মোস্তাফিজুর রহমানের আজ ২য় মৃত্যুবার্ষিকী। মরহুম মোস্তাফিজুর রহমান তাঁর অধ্যাপনা জীবনের সুদীর্ঘ ২৬ বছর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক থেকে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯০ সালে তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সরকারী সিটি কলেজ ছাড়াও তিনি সরকারি কোটচাঁদপুর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৯২ সালে যশোর শিক্ষা বোর্ডের সচিব নিযুক্ত হন। ওই সময় তিনি কিছুকাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
প্রফেসর মোস্তাফিজুর রহমান উচ্চ মাধ্যমিক, স্নাতক ও অনার্স কোর্সের অন্তত ১২টি পুস্তক রচনার মাধ্যমে যথেষ্ট খ্যাতি লাভ করেন। পুস্তকগুলি আজও জনপ্রিয়। এছাড়া তিনি স্কাউটিং আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। মরহুম রহমানের জন্য তাঁর পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।