বিএনপি প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ: সন্ত্রাসীদের রুখে ভোটাধিকার প্রতিষ্ঠা করার আহ্বান

0

মাসুদ রানা বাবু ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়াম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত এক পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে আমরা নির্বাচন করছি। এই নির্বাচনে আমরা জনগণকে সাথে নিয়ে শাসক দলের সন্ত্রাসীদের রুখে ভোট কেন্দ্র যাবো এবং নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবো। যে ভোট হবে গণতন্ত্র পুনরুদ্ধারের ভোট।


গতকাল শুক্রবার তিনি রেল বাজার ৬ ও ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির আয়োজনে যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলছে কর্তৃত্বাদের দুঃশাসন। কান খুললেই ধর্ষণ, নারী নির্যাতনের শিকার, অসহায় নারীদের আর্তনাদ ভেসে আসে। সরকারি দলের নেতা-কর্মীরা এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। এসব কারণে অনেক আগেই এই অবৈধ সরকারের প্রতি জনগণের আস্থা উঠে গেছে। আগামী ২০ তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা সরকারের সকল অপকর্মের সমুচিত জবাব দিতে প্রস্তুত।  পথসভা শেষে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে গণসংযোগ করেন। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী নূর-উন-নবী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ প্রমুখ।


এদিকে, অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতা-কর্মীদের নিয়ে সকালে গণসংযোগ করেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সকালে নেতা-কর্মীদের নিয়ে ৩ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।  বিএনপি প্রার্থী নূর-উন-নবী, দলীয় নেতা-কর্মীদের নিয়ে চাঁচড়া ও রামনরগ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পৃথক পৃথক গণসংযোগে নেতৃবৃন্দ ছাড়া অংশ নেন।  বিএনপি প্রার্থী গণসংযোগে পৃথকভাবে অংশ নেন- জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম রেজা দুলু, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, নগর বিএনপি নেতা এহসানুল হক সেতু, মারুফ হোসেন, সিদ্দিকুর রহমান, জাকির হোসেন, শাহাজাহান, নওশের আলী, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আঞ্জুরুল হক খোকন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন টিটো, রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রেজাউল হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহ-সভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।