যশোরে ইসলামী আন্দোলনের সমাবেশে নেতৃবৃন্দ: ধর্ষণ নারী নির্যাতন থেকে পরিত্রাণেরএকমাত্র পথ ইসলামী শাসন প্রতিষ্ঠা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইসলামী আন্দোলনের এক সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, দেশে ন্যায়ের শাসন না থাকায় ধর্ষণ, নারী নির্যাতন, অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। দেশব্যাপী নারী ধর্ষণ, নারী নির্যাতন, খুন, হত্যা ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ইসলামী আন্দোলন যশোর জেলা শাখা দড়াটানা, ভৈরব চত্বরে শুক্রবার বিকেলে এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জেলা সভাপতি মিয়া আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাও. শোয়াইব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সবাপতি মুক্তিযোদ্ধা মফিজুল আলম (খোকা), জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এইচএম মহসিন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবুজ্বর-বিন-হাফিজ, দপ্তর সম্পাদক মাও. আশিক বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মুফতি মামুনুর রশিদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাও. মোখলেছুর রহমান, জাতীয় ওলামা মাশাখে আইম্মা পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মাও. আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা উপদেষ্টা মুফতি আমানুল্লাহ কাসেমী, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, যুবনেতা মো. কামরুজ্জামান, ছাত্রনেতা আমিনুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশে যদি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা থাকতো, তাহলে এভাবে ধর্ষণ হত না। কোরআনি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে থেকে সকল অন্যায় অবিচার, জুলুম, চিরতরে দূরীভূত হবে। ধর্ষণ, নারী নির্যাতনের বিস্তার থেকে পরিত্রাণের একমাত্র পথ হল ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। বক্তাগণ ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।