যশোর সদর উপজেলা উপনির্বাচন ধানের শীষ প্রার্থীর গণসংযোগে ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রত্যয়

0

মাসুদ রানা বাবু ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঘুরে দাঁড়াতে চান সাধারণ ভোটাররা। এই নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে একদলীয় শাসকদের ভোট ডাকাতির প্রথা রুখে দিতে চান নিজেরাই নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। গতকাল বৃহস্পতিবার বিএনপি প্রার্থী নূর-উন-নবীর আরবপুর, দেয়াড়া ইউনিয়নে গণসংযোগকালে সাধারণ ভোটাররা এইভাবে নির্বাচনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়াও এদিন তিনি যশোর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ভোটাররা আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ভোট প্রদান করা একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু বর্তমান সরকার দীর্ঘদিন ধরে আমাদের সেই অধিকার লুন্ঠন করে চলছে। যে কোন নির্বাচন আসলেই তাদের সন্ত্রাসী বাহিনী সর্বত্র ত্রাস সৃষ্টি করে জনমনে ব্যাপক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। তাদের সশস্ত্র তান্ডবে এখন আমাদের মত সাধারণ জনগণ নিজের ভোট নিজে প্রদান করা দূরে থাক, ভোট কেন্দ্রে যেতে পারেন না, ভোটাররা অভিমত ব্যক্ত করেন। তারা চান নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
গতকাল বিএনপি প্রার্থী নূর-উন-নবী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতা-কর্মী সমর্থকদের সাথে নিয়ে আরবপুর ও দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসযোগ কারেন।
আরবপুর ইউনিয়নের ধর্মতলা ও খোলাডাঙ্গা কদমতলা মোড় থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া গণসংযোগটি পতেঙ্গালী, আমতলা মোড়, বালিয়া ভেকুটিয়া বাজার শেষে বকুলতলা বাজারে গিয়ে শেষ হয়। পরে দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ বাজার থেকে শুরু হওয়া গণসংযোগটি ফরিদপুর নতুন বাজার, আরবপুর বাজার, হালসা, নারাঙ্গালী, দত্তপাড়া হযে এড়েন্দা বাজারে গিয়ে শেষ হয়। নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিএনপি প্রার্থীর এই গণসংযোগ। যেটি সাধারণ ভোটারদের ব্যাপক নজর কাড়ে। পরে তিনি বিকালে নগর বিএনপির আয়োজনে শহরে গণসংযোগ করেন। শহরের বস্তাপট্টি মোড় থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া গণসংযোগটি আরএন রোড হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। দলীয় নেতা-কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে গণসংযোগ নির্বাচনী উৎসবে রূপ নেয়। ব্যবসায়ী, পথচারীরা সড়কের দুই পাশের বাসিন্দারা স্বতঃস্ফূর্ত প্রকাশ করেন। তারা হাত নেড়ে বিএনপি প্রার্থীকে অভিবাদন জানান।
বিএনপি প্রার্থী গণসংযোগে পৃথকভাবে অংশ নেন- জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম রেজা দুলু, গোলাম মোস্তফা, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, নগর বিএনপি নেতা এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, সহ-সভাপতি রেফাজ উদ্দিন, দপ্তর সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আঞ্জুরুল হক খোকন, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মাজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহ-সভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।