ডুমুরিয়ায় দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৪

0

এম.রুহুল আমিন,ডুমুরিয়া (খুলনা) ॥ খুলনা-সাতক্ষীরা সড়কে আলাদা দুর্ঘটনায় চার জন নিহত ও চার জন আহত হয়েছে। সকালে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে তিন জন ও দুপুরে বাসের চাপায় ভ্যানআরোহী এক নারী নিহত হন। ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে একই মহাসড়কের জিলেরডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী নিহত হন। আহত হন ভ্যান চালক।
পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসে বরিশালগামী হালদার পরিবহনের একাট যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-০৮৯১)। অপরদিকে শরাফপুর থেকে ছেড়ে আসে ডুমুরিয়াগামী একটি থ্রি-হুইলার। থ্রি-হুইলারটি ফিডার রোড থেকে মহাসড়কে ওঠার সময় বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় থ্রি-হুইলার চালকসহ ৫ যাত্রী মারাত্মক আহত হন। তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। মৃত তিনজন হলেন, থ্রি-হুইলার চালক ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামের আমিনুর রহমান বিশ^াস ( ৫৫), সাহস গ্রামের মিজানুর রহমান শেখ (৬০) এবং যশোরের কেশবপুর উপজেলার খোরদো গ্রামের হাবিবুর রহমান (৪০)। আহতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার কামিনিবাসিয়া গ্রামের নিতাই চন্দ্র সরদার (৬০), তার স্ত্রী বাসন্তী সরদার (৫০) এবং নিহত হাবিবুর রহমানের স্ত্রী সুরাইয়া ইয়াসমিন (৩০)। তারা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে, দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে সাতক্ষীরাগামী একটি বাস (নারায়ণগঞ্জ জ-০৪-০০০৫) একটি ভ্যানকে চাপা দিলে ভ্যানের যাত্রী হালিমা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ভ্যান চালক শফিকুল তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এবং দুর্ঘটনা কবলিত বাস চালককে জনগণ আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।