শরণখোলায় গ্রামে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সুন্দরবন সংলগ্ন বাগেরহাট শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে গ্রামের ধানতে ও মাটির সড়কে বাঘের পায়ের ছাপ দেখেছেন এলাকাবাসী। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকলকে সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। পশ্চিম রাজাপুর গ্রামের ছগির আকন জানান, ‘এমাদুল হাওলাদারের বাড়ির পাশের ধানতে ও মাটির সড়কে আমি বাঘের পায়ের ছাপ দেখেছি।’ ইউপি সদস্য তালুকদার হুমায়ূন করিম সুমন বলেন, ‘পায়ের ছাপ দেখে আমরা ধারণা করছি সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার পশ্চিম রাজাপুর গ্রামে প্রবেশ করে। বন থেকে গ্রামের ধানেেতর দিকে রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। গ্রামের মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।’ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক (এসিএফ) এনামুল হক জানান, ‘ধানতে ও মাটির সড়কে পায়ের ছাপ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এলাকায় বাঘ প্রবেশ করেছিল। বনরী, ওয়াইল্ড টিম ও কমিউনিটি পেট্রোলিং টিমের সদস্যরা গ্রামের ধানতে, বিভিন্ন ঝোপ-ঝাঁড় ও বাগানে তল্লাশি করেছেন। কিন্তু কোথাও বাঘ পাওয়া যায়নি। তারপরও আমরা সকলকে সচেতন থাকতে বলেছি। বাঘ দেখা গেলে না মেরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘ধারণা করছি, রাতের কোন একসময় বাঘটি লোকালয়ে প্রবেশ করে। পরে আবার নদী পার হয়ে বনে চলে এসেছে।’