অভয়নগরে মজুমদার ফুড প্রোডাক্টসকে ৫০হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে মজুমদার ফুড প্রোডাক্টস্ (প্রা:) লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন এই জরিমানা ধার্য করে তা আদায় করেন। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত রায় জানান, মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা নামক স্থানে মজুমদার ফুড প্রোডাক্টস্ (প্রা:) লিমিটেডে অভিযান চালানো হয়। এসময় সরকারি চুক্তি ভঙ্গ করে ধান ও চাল অন্যত্র বিক্রি করা, ক্রয়-বিক্রয় খাতায় গরমিল, মিলের বর্জ্য ও দূষিত পানি লোকালয়ে ছড়িয়ে দেয়া, মেয়াদোত্তীর্ণ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে মিল কর্তৃপক্ষকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩৩৬ ধারায় ২৫ হাজার এবং দ-বিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল আদম, অভয়নগর থানার এসআই জয়নুল আবেদিন, পুলিশ সদস্যরা, স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন, সাংবাদিকসহ অত্র মিলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।