পাইকগাছায় বেহাল দশা সড়কের

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা পাইকগাছার মাহমুদকাটি থেকে কাশিমনগর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। এ সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় মালিক সমিতি ও মটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দ্রুত মেরামতের জন্য ইউএনও’র কাছে আবেদন করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, খুলনা-পাইকগাছা প্রধান সড়ক দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য যানবাহন চলাচল করে। এসব যানবাহন মাহমুদকাটি মোড় থেকে কাশিমনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দিয়ে চলাচল করে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় হাঁটু সমান পানি। এ কারণে সড়কটি দ্রুত মেরামতের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষের সাথে কথা বলে তড়িৎ ব্যবস্থা নেয়া হয়েছে।