সোনালী জুট মিলের সিবিএ নেতাদের প্রতি অনাস্থা : নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিলস শ্রমিক-কর্মচারীদের এক জরুরি সভা বুধবার মিল অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মেয়াদোত্তীর্ণ সিবিএ নেতাদের প্রতি অনাস্থা এনে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোনালী জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন, লিয়াকত মুন্সি, আবুল কাশেম, বাবুল শেখ, কাশেম মুন্সি, বাবুল খান, মোকসেদ মোল্লা, চান মিয়া, লুৎফর রহমান, আবুল কালাম প্রমুখ। সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব দেয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) আলহাজ শাহাবুদ্দিন আহম্মেদকে। সদস্য সচিব হয়েছেন মোড়ল আনিছুর রহমান ও সদস্য গোলাম রসুল খান। সাধারণ শ্রমিকদের বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান জানান, সোনালী জুট মিলের বর্তমান সিবিএ’র মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ইতোমধ্যে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে শ্রম পরিচালকের দফতরে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়।