সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যশোরে দুজন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে গতকাল বিকেলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মুদী ব্যবসায়ীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, আড়পাড়া গ্রামের শাহাদৎ ফকিরের ছেলে হায়দার আলী (৩৬) মৃত মাহাতাব ফকিরের ছেলে ইমন (১৮)।
আহত ইমন জানিয়েছেন, হায়দার আলী একজন মুদী ব্যবসায়ী, গ্রামের মোড়ে তার দোকান রয়েছে। দুজন গতকাল বিকেলে দোকানের সামনে এলে একই গ্রামের মানিক, ভিটু, আলামিন, জাহাঙ্গীর, রায়হানসহ ৭/৮ জন তাদের ওপর এসে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। বিকেল ৪টায় আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। তখন ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডাঃ স্নেহা উন্নত চিকিৎসার জন্য হায়দার আলী ও ইমনকে ঢাকায় রেফার্ড করেন। ইমন আরো জানিয়েছেন, গত মঙ্গলবার ইসমাইল হোসেনের ছেলে জাকির হোসেনকে মানিক মারপিট করে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন জাকির হোসেনের অভিভাবক। ঘটনার জের ধরে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরা সকলেই সন্ত্রাসী বলে ইমন এবং হায়দার আলীর স্ত্রী স্বপ্না খাতুন জানিয়েছেন।