১৭ লাখ টাকা ছিনতাই মামলায় আটক সোহেল শেখের আদালতে স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দিনদুপুরে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের সাথে জড়িত সোহেল শেখের রিমান্ড শেষ হওয়ায় বুধবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ সময় সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গত ৫ অক্টোবর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত টাকা ছিনতাইয়ের সাথে জড়িত সোহেল শেখের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এরপর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার ভাগে পাওয়া টাকা বরিশালের কাশিপুরে ভাড়া নেয়া বাড়িতে রেখে দিয়েছে বলে জানায়। ফলে গত মঙ্গলবার তাকে নিয়ে বরিশালে যাওয়া হয় টাকা উদ্ধারের জন্য। এ সময় বরিশালের ওই বাসা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে আটকের সময় তার কাছ থেকে ১১ হাজার টাকা উদ্ধার হয়েছিলো। ফলে এ নিয়ে তার কাছ থেকে মোট ৭১ হাজার টাকা উদ্ধার হলো। বাকি ২৯ হাজার টাকা সোহেল শেখ খরচ করে ফেলেছে বলে জানিয়েছে। তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল জানান, টাকা উদ্ধার শেষে বুধবার সকালে তারা সোহেল শেখকে নিয়ে বরিশাল থেকে যশোরে ফিরে আসেন। পরে সোহেল শেখকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সোহেল শেখ আদালতকে জানিয়েছে যে, টাকা ছিনতাইয়ে তারা ৪ জন অংশ নিয়েছিলো। সে ছাড়া অপর ৩ জন হচ্ছে-আরাফাত রাজু, সাঈদ আহমেদ শুভ ও ভাগ্নে বিল্লাল। পুলিশ জানায়, ১৭ লাখ টাকা ছিনতাই ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সোহেল শেখ, আরাফাত রাজু, টিপু ও সাঈদ আহমেদ শুভ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দিনদুপুরে শহরের এম কে রোডস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে এনামুল হক নামে এক যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।