চৌগাছার রামকৃষ্ণপুর স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত শুরু

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ কমিটির মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্ত গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। চৌগাছা উপজেলা মাধ্যমিক শিা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানকে যশোর জেলা মাধ্যমিক শিা অফিস থেকে এই তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে এই তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যশোর জেলা শিা অফিসার এএসএম আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত রোববার রামকৃষ্ণপুর গ্রামের নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি ওই স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে কিছু তথ্য-উপাত্তযুক্ত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত আবেদন করেন। এ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্ব দেয়া হয়েছে চৌগাছা উপজেলা শিা অফিসারকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্ত কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান বলেন, ‘বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে করা একটি অভিযোগের তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি স্বচ্ছতার সাথে তদন্ত করে অতিদ্রুত প্রতিবেদন দাখিল করবো।’