যশোরে ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে প্রেস কাব যশোরের সামনে প্রতিবাদী ছাত্র সমাজের ব্যানারে জেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের কয়েক শ শিার্থী এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা, খুন, গুম ও ধর্ষণের ঘটনায় রাষ্ট্র দায় এড়াতে পারে না। অতীতে এ ধরনের ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার হলে দেশে এধরনের ঘটনা ঘটতো না। মানববন্ধন ও সমাবেশ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করার ঘটনাসহ সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে বিকেলে শহরের গাড়ীখানা রোড এলাকায় মানববন্ধন কর্মসুচির আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন। মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহসভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পী, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রমুখ। মানববন্ধন থেকে সারাদেশের ধর্ষণের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।