ক্যাম্প শুরুর আগে আঁখি-মনিকাদের করোনা পরীক্ষা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের প্রকোপে মার্চে বন্ধ হয়ে যায় মেয়েদের ফুটবল লিগ, একই সঙ্গে ক্যাম্পও। এখন পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে আবারও মেয়েদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ৩৩ জন খেলোয়াড় নিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প। তবে এজন্য উতরাতে হবে করোনাভাইরাস পরীক্ষা।
আপাতত দুটি প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এগোচ্ছে। আগামী বছরের ১৩ থেকে ২১ মার্চ মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ ও ৩ থেকে ১১ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব। সেই লক্ষ্যে ৩৩ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে ক্যাম্পে। তবে লম্বা সময় পর ক্যাম্পে ফিরতে হলে আঁখি-মনিকাদের করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হচ্ছে। এরই মধ্যে যার যার জেলায় করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ঢাকায় এসেছেন সবাই। আপাতত ৩৩ জন খেলোয়াড় থাকলেও পরবর্তীতে সংখ্যা আরও বাড়বে। বাংলা ট্রিবিউনকে নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে সবকিছু চিন্তা করেই আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। সবাই এরই মধ্যে করোনা পরীক্ষা করিয়েছে। কারও এখন পর্যন্ত পজিটিভ হওয়ার খবর মেলেনি। আশা করছি, সবাইকে সুস্থ অবস্থায় ক্যাম্পে পাবো।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘কাল (বৃহস্পতিবার) ওরা সবাই বাফুফে ভবনে উঠবে। আশা করছি, শনিবার থেকে অনুশীলন শুরু করতে পারবো। আর ধাপে ধাপে আমরা ক্যাম্পে অন্য খেলোয়াড়দের ডাকবো।’