ধর্ষণচেষ্টার অভিযোগ দেওয়ার চার দিন পর মামলা গ্রহণ!

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের চৌগাছায় এক গৃহবধূকে (৩০) ধর্ষণচেষ্টার অভিযোগ দেওয়ার ৪দিন পর মামলা রেকর্ড করা হয়েছে। গত ৩ অক্টোবর ঘটনার দিনই অভিযোগ করলেও একটি মহলের তদবিরের কারণে পুলিশ মামলা রেকর্ড করতে বিলম্ব করেছে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ। তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলছে, একটু সময় নিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করে মামলা রেকর্ড করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার জানায়, গত ৩ অক্টোবর সকালে উপজেলার স্বরূপদাহ গ্রামে নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিলেন গৃহবধূ। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহাগ হোসেন (২২) গোসলখানায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার দিলে সোহাগ পালিয়ে যায়। ঘটনার দিনই ওই গৃহবধূ চৌগাছা থানায় একটি অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে মামলা বন্ধ রাখার চেষ্টা করে। তদন্তকারী পুলিশ কর্মকর্তা চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই কাওসার তখন বিষয়টি পারিবারিকভাবে আপসের পরামর্শ দেন। জানতে চাইলে এসআই কাওসার আলম এ কথা অস্বীকার করে বলেন, ধর্ষণ বা ধর্ষণচেষ্টার মামলায় আপস করার কোনও সুযোগ নেই। এ ধরনের কোনও পরামর্শ তাদের দেওয়া হয়নি। যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর সে কারণে সময় নিয়ে তদন্ত করেছি। তদন্ত করে ঘটনাটির সত্যতা পেয়েছি। ঘটনায় সোহাগ হোসেনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।