কিরগিজস্তানের রাজনীতিতে নাটকীয়তা

0

লোকসমাজ ডেস্ক॥ একের পর এক নাটকীয়তা কিরগিজস্তানের রাজনীতিতে। প্রথমে পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতি। তার প্রতিবাদে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দখল নিয়ে নিলেন। মুক্ত করলেন আটকে রাখা সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ, সাদির জাপারোভ সহ বেশ কিছু রাজনীতিককে। এরপরই পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কুতাববেক বেরোনোভ। তার পদে বসানো হয়েছে সাদির জাপারোভকে। ওদিকে প্রতিবাদ বিক্ষোভের মুখে রোববারে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। সব মিলে দেশটিতে ভয়াবহ এক রাজনৈতিক বিশৃংখলা দেখা দিয়েছে।
রোববারের ‘জালিয়াতির’ নির্বাচনে প্রেসিডেন্ট সুরোনবাই জিরবেকভের সঙ্গে মিত্রতা আছে এমন দলগুলো বড় জয় পায়। নির্বাচনে ১৬টি দলের মধ্যে পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা অর্জন করে মাত্র চারটি দল। এর মধ্যে তিনটি দল প্রেসিডেন্টের একেবারে ঘনিষ্ঠ।
কিন্তু বিরোধীরা এ নির্বাচনকে জালিয়াতির আখ্যা দিয়ে রাজপথ উত্তপ্ত করে তোলেন। তারা পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তার ভিতর থেকে কাগজপত্র ছুড়ে ফেলতে দেখা যায়। আগুন জ্বালিয়ে দেয়া হয় একাংশে। পুলিশের সঙ্গে হয় সংঘর্ষ। এতে একজন মারা যান। দেশ যখন অগ্নিগর্ভ, তখন নির্বাচন কমিশন ওই নির্বাচনকে বাতিল ঘোষণা করে। তবে এখনও ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট জিনবেকভ। তিনি ইঙ্গিত দিয়েছেন, পদত্যাগের জন্য প্রস্তুত আছেন। তিনি শক্তিশালী নেতাদের কাছে দায়িত্ব বুঝে দিতে চান। তবে তিনি কার কাছে এই ক্ষমতা দিতে চান সে বিষয়ে কিছু বলেন নি।
সাত বছর আগে বিরোধীদের বিক্ষোভ চলাকালে একজন আঞ্চলিক গভর্নরকে অপহরণের জন্য জাপারোভকে ১১ বছরের জেল দেয়া হয়েছিল। একই রকম শাস্তি দেয়া হয়েছিল আরও কিছু রাজনীতিককে। সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে দুর্নীতির দায়ে দেয়া হয়েছিল ১১ বছরের জেল। বিক্ষোভকারীরা তাদেরকে মুক্ত করে দিয়েছে।