ইউক্রেনে রফতানি মূল্য বাড়ল টনে ৩ ডলার

0

লোকসমাজ ডেস্ক॥ একদিকে আমদানিকারক দেশগুলোয় ক্রমবর্ধমান চাহিদা, অন্যদিকে রফতানিকারক অন্য দেশগুলোয় বাড়তি দাম—এ দুইয়ের জের ধরে ইউক্রেনে বাড়তে শুরু করেছে গমের রফতানি মূল্য। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে দেশটিতে কৃষিপণ্যটির রফতানি মূল্য আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ৩ ডলার বেড়েছে। কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্মের এক নোটে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউক্রেনের বাজারে সর্বশেষ সপ্তাহে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে সাড়ে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন ব্ল্যাক সি গম ২৩৬-২৪০ ডলারে রফতানি হয়েছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে কৃষিপণ্যটির রফতানি মূল্য টনপ্রতি ৩ ডলার বেড়েছে।
একই সময়ে ইউক্রেনের বাজারে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে সাড়ে ১১ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন ব্ল্যাক সি গম ২৩৫-২৩৮ ডলারে রফতানি হয়েছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ মানের গমের রফতানি মূল্যও টনপ্রতি ৩ ডলার বেড়েছে।
গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ইউক্রেনের অবস্থান সপ্তম। তবে কৃষিপণ্যটির রফতানিকারকদের তালিকায় দেশটির অবস্থান বিশ্বে পঞ্চম। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি বছর ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৭৫ লাখ টন গম রফতানির সম্ভাবনা রয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমতে পারে ১৪ দশমিক ৬৩ শতাংশ।
২০১৯ সালে ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ কোটি ৫ লাখ টন গম রফতানি হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ। ইউক্রেনের ইতিহাসে এটাই কৃষিপণ্যটির সর্বোচ্চ রফতানির রেকর্ড।