রিফাত হত্যা: একজনের যাবজ্জীবন, দুজন খালাস

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকার লালবাগে শিশু রিফাতকে অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলায় আরিফুর রহমান জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া দুজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুন্সী রবিউল আলম এ রায় ঘোষণা করেন। জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা না দিলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। ইকবাল মুন্সি ওরফে মেকার ইকবাল ও হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা। তিনি বলেন, রায়ে আমি সংক্ষুব্ধ। আমরা ন্যায়বিচার পায়নি। ভিকটিমের বাবার সঙ্গে আলাপ করে উচ্চ আদালতে আপিল করবো। আশা করছি ন্যায়বিচার পাবো। এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন। তিনি বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জুন রিফাত নিখোঁজ হন। এরপর ওই দিন রাতেই লালবাগ থানায় একটি ডায়েরি করেন তার বাবা রফিকুল ইসলাম। পরদিন তার বাবার ফোনে অজ্ঞাতপরিচয় একজন ফোন দিয়ে তার ছেলেকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গত পাঁচ বছর মামলাটি চলাকালে ৩৫ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।