বিএমএ নেতার পিতার মৃত্যুতে শোক

0

বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন বিএমএ যশোর শাখার সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম বেনু ও সাধারণ সম্পাদক ডাঃ এম.এ বাশার এক বিবৃতিতে অ্যাসেসিয়েশনের কার্যকরী পরিষদ সদস্য ডাঃ মোঃ আশিকুজ্জামানের পিতা গোলাম আকবর-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সকাল ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।