ধর্ষণ-নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ, জেলা ফতোয়া বোর্ড ও কওমী পরিষদ। সংগঠনের পৃথক পৃথক সভায় এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ইমাম পরিষদের সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করিম। উপস্থিত ছিলেন পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, সহ-সভাপতি মাওলানা হাবীবুর রহমান, মাওলানা নাজমুল হক, মাওলানা নাজীর উদ্দিন, মুফতী শামসুর রহমান, মুফতী মাহমুদুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
ফতোয়া বোর্ডের সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতী মুজিবুর রহমান। পরিচালনা করেন সেক্রেটারী মুফতী আব্দুর রহমান। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সিনিয়র সহ-সভাপতি মুফতী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী কামরুল আনোয়ার নাইম, মুফতী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী কামরুল আনোয়ার নাইম, মুফতী আবু দারদা, মুফতী আব্দুর রাজ্জাক, মুফতী আব্দুর রহীম, মুফতী আরীফুল ইসলাম ফয়সাল, মুফতী উবাইদুল্লাহ শাকীর প্রমুখ। কওমী পরিষদের সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করিম। সভায় উপস্থিত ছিলেন পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজীরুদ্দীন, মুফতী শামসুর রহমান, মুফতী মাসউদুর রহমান, মাওলানা ইমাদুল ইসলাম, মাওলানা আলমগীর হুসাইন প্রমুখ।