চৌগাছা পৌরসভায় বিশুদ্ধ পানি ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা প্রকল্পের উদ্বোধন

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরবাসী দ্রুতই পেতে যাচ্ছে বিশুদ্ধ নিরাপদ পানি ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা। সোমবার সকালে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিশ্বাসপাড়ার দক্ষিণে রাইসার বিলের ওপরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মীর আব্দুস শাহিদ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের ১৯ জেলায় ৩০টি পৌরসভায় পানি ও স্যানিটেশন সুবিধার ল্েয ১ হাজার ৭৫১ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। তিনি আরও বলেন এটি বাস্তবায়িত হলে নির্ধারিত এলাকার পৌর বাসিন্দারা উন্নত পানি ও স্যানিটেশন সুবিধা পাবেন। প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, নির্ধারিত ৩০টি পৌরসভায় পাইপলাইনে পানি সরবরাহ করা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্টসহ সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা। পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। ওয়াটার ও স্যানিটেশন কার্যক্রমে পৌরসভাসমূহকে জরুরি সহায়তা, পৌরসভার ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন ব্যবস্থার ওপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সমতা বৃদ্ধিও অন্যতম উদ্দেশ্য। চৌগাছা পৌরসভায় প্রায় ৪০ কোটি টাকার কাজ হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল বলেন, পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরবাসী নিরাপদ পানি পাবে।