মানবতার দৃষ্টান্ত কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের

0

শিপলু জামান,কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুধসর ভবানীপুর গ্রামের হতদরিদ্র রিকশাচালক পিতার এইচএসসি পরীার্থী কন্যা জেসমিন আক্তার। অসুস্থতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক জানান, জেসমিনের শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্ত হতদরিদ্র রিকশাচালক পিতার পে জেসমিনের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা অসম্ভব। মেধাবী শিার্থী জেসমিনের চোখে-মুখে শুধু বাঁচার করুণ আকুতি। এ অবস্থায় জেসমিনের পাশে দাঁড়িয়েছে শিার্থীদের সংগঠন ‘কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’। গত ১ সপ্তাহ ধরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে মানুষের কাছে গিয়ে তার জন্য মোট ২১ হাজার টাকার তহবিল সংগ্রহ করেছে সংগঠনটি। সংগঠনটির এমন ব্যতিক্রমী মানবিক কার্যক্রমের প্রশংসা সবার মুখে। এ ব্যাপারে সংগঠনটির সভাপতি এবং মুখপাত্র মোস্তফা ইবনে মাসুদ বলেন, কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কালীগঞ্জের শিার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিার্থীবান্ধব বিভিন্ন আয়োজনের পাশাপাশি মানবিক কার্যক্রমগুলোও পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ইতোপূর্বে ব্রেন টিউমারে আক্রান্ত শিশু মৌন, চোখে আঘাত প্রাপ্ত নাসিম, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত গোপাল, রণজিৎ দাস, মেধাবী শিার্থী সুমাইয়া, অটোচালক জহুরল ইসলাম, অসহায় নারী আমেনা বেগমসহ অনেককেই চিকিৎসা বাবদ কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন থেকে প্রায় ৬০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে।