ঝিকরগাছায় হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

0

ঝিকরগাছা(যশোর) সংবাদদাতা॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঝিকরগাছা উপজেলার কুলিয়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে আমির হামজা ও তার পরিবারের উপর হামলাকারীদের বিচারের দাবিতে ঝিকরগাছা প্রেসকাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ঝিকরগাছা প্রেসকাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে যশোরে বসবাসকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর আসাদুজ্জামান আকাশ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজিবুর রহমান শিশির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন ও আবির আহম্মেদ, ভুক্তভোগী আমির হামজা ও তার বড়বোন রাকেয়া খাতুন। ভুক্তভোগী আমির হামজা জানিয়েছেন, গত ২৩ আগষ্ট তুচ্ছ ঘটনায় স্থানীয় কয়েকজন যুবক তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তাকে ও তার মা আফরোজা বেগমকে এলোপাতাড়ি মারপিট করে। তারা মারাত্মক ভাবে জখম হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে আমির হামজা ৯ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। বর্তমানে ওই মামলার সব আসামি জামিনে রয়েছে বলেও জানান আমির হামজা।