বাঘারপাড়ায় ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর দণ্ড

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘাপাড়ায় ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী পবিত্র সাহাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। অভিযানকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, দীর্ঘদিন নারিকেলবাড়িয়া বাজারে পবিত্র সাহা ও প্রসিত সাহা ভেজাল সার বিক্রি করে কৃষকদের প্রতারিত করে আসছিলেন। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সার পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়ায় পবিত্রকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, খুব শীঘ্রই তাদের ডিলারশিপ লাইন্সেস বাতিল করার সিদ্ধান্ত নেয়া হবে। অভিযানের খবর পেয়ে পবিত্র সাহার ভাই প্রসিত সাহা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।