যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সেই ৮ বন্দির বয়স নির্ধারণে আবেদন

0

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত ৩ বন্দি হত্যা মামলার আসামি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সেই ৮ বন্দি কিশোরের বয়স নির্ধারণে ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। সপ্তাহ খানেক আগে এই আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত এ সংক্রান্তে আদালতের কোনো আদেশ হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মো. রোকিবুজ্জামান।
ওই ৮ বন্দি হচ্ছে-মোহাম্মদ আলী, খালিদুর রহমান, মনোয়ার হোসেন, ইমরান হোসেন, আনিসুজ্জামান ওরফে আনিস, রিফাত আহমেদ, শিমুল পলাশ ও হুমাইদ হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ওই ৮ বন্দি আসামির মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের উর্ধ্বে (প্রাপ্ত বয়স্ক)। শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা তাদের প্রয়োজনীয় কাগজপত্র থেকে এমন তথ্য মিলেছে। তারপরও তাদের প্রকৃত বয়স নির্ধারণে ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কয়েকজন বন্দির ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মারা যায় ৩ বন্দি।