মহেশপুরে সস্তার বাঁওড় : আমজাদ সভাপতি অলিয়ার সম্পাদক

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার ইফাদ প্রকল্পভুক্ত সস্তার বাঁওড়ের দ্বি-বাষিক নির্বাচনে আমজাদ হোসেন সভাপতি ও অলিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বাঁওড়ের ৩১০জন ভোটারের মধ্যে ২৬৫ জন ভোটার ভোট দেন। সভাপতি পদে আমজাদ হোসেন মাছ প্রতীকে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান ছাতা প্রতীকে ১১৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে অলিয়ার রহমান মোরগ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন সিংহ প্রতীকে ১০০ ভোট পেয়েছেন। ক্যাশিয়ার পদে আবু বকর ষাড় প্রতীকে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জল মল্লিক হরিণ প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন।