কালীগঞ্জে শিশুদের হাতে ইজিবাইক

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক-মহাসড়ক এখন ইজিবাইকের দখলে। আর বাইকের বেশিরভাগ চালক শিশু। তারা কোন নিয়মনীতি না মেনে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এই অদক্ষ শিশু চালকদের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কালীগঞ্জ উপজেলা সদরের মেইন বাসস্ট্যান্ড, মধুগঞ্জ বাজার, নলডাঙ্গা বাজার, কোলা বাজার, নিমতলা বাসস্ট্যান্ড, কোটচাঁদপুর রোড, দুলাল মুন্দিয়া বাজার, বারোবাজার, চাপরাইল বাজার, গাজীর বাজারসহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শত শত ইজিবাইক। যার বেশিরভাগের চালক শিশু। এদের কারণে হরহামেশা ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। ২০১৪ সালের দিকে কালীগঞ্জ উপজেলায় অল্প কিছু সংখ্যক ইজিবাইক দেখা গেলেও বর্তমানে আড়াই হাজারের বেশি ইজিবাইক চলাচল করছে। সরেজমিন দেখা গেছে, যারা ইজিবাইক চালাচ্ছে তাদের বেশিরভাগের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এরা বিভিন্ন যানবাহনের সাথে পাল্লা দিয়ে বাইক চালাচ্ছে। তারা নিয়ম কানুন জানে না, আবার কেউ কেউ জানলেও মানে না। যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, ইতিপূর্বে পৌর কর্তৃপ দু’বার মাইকিং করেছে যাতে অপ্রাপ্ত ও বয়স্করা মোটরসাইকেল-ইজিবাইক না চালায়। কিন্তু তারা মানছে না।