যবিপ্রবির মসিয়ূর হলে চুরি অব্যাহত

0

যবিপ্রবি সংবাদদাতা ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে কম্পিউটার চুরির তদন্ত শেষ হওয়ার আগেই একাধিক চুরির অভিযোগ করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের শিার্থীর ৪১৪ নম্বর রুম থেকে কম্পিউটার চুরি হয়। করোনাকালে বন্ধ থাকা হলে চুরির বিষয়ে তদন্ত করার ল্েয সহকারী প্রভোস্ট ড. সুজন চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই উঠেছে আরও কয়েকটি নতুন চুরির অভিযোগ। এ বিষয়ে ভুক্তভোগী ৪১৩ নম্বর রুমের বাসিন্দা মেহেদী হাসান বলেন, শুধু তার রুম নয় একাধিক রুমে চুরি হয়েছে। যেসব জিনিস নেওয়া হয়েছে এবং যতগুলো জিনিস নেয়া হয়েছে সেগুলো নেয়ার জন্য নিশ্চয়ই কোন ট্রাক নিয়ে এসেছিলো চোরেরা। কিন্তু দুর্ভাগ্য হল প্রশাসন কিছুই নাকি জানে না এবং দায়ভার শিার্থীদের ওপর চাপিয়ে দিচ্ছে। চুরির বিষয়ে হল প্রভোস্ট ড. নাজমুল হাসান বলেন, চুরির ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদনে চুরির রহস্য উদঘাটন ও চোরের কোন হদিশ পাওয়া যায়নি। তদন্ত কমিটির চুরি রোধে আমাদের কিছু পরামর্শ দিয়েছে আমরা এইগুলো বাস্তবায়ন করছি। ইতোমধ্যেই আমরা হলের নিরাপত্তার জন্য নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়িয়েছি, হলের পেছনে সার্চলাইট লাগিয়েছি এবং প্রতিটা তলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা লাগানোর কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হবে ।