কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্যে আত্মহত্যা

0

স্টাফ রিপোটার, ঝিনাইদহ ॥ এনজিও’র ঋণের টাকা দিতে ব্যর্থ হয়ে ঝিনাইদহের শৈলকুপায় ইয়াকুব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভ্যানচালক ওই গ্রামের মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে। স্বজন মর্জিনা বেগম জানান, ইয়াকুব একজন প্রতিবন্ধী হলেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এনজিওর কিস্তি নিয়ে প্রায়ই তিনি স্ত্রীর সাথে বাকবিতন্ডা করতেন। শনিবার রাতে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হলে রবিবার সকালে তিনি বিষপান করেন। তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জানান, জাহাঙ্গীর আলম জানান, ঋণের কিস্তি সংক্রান্ত পারিবারিক বিরোধে রঘুনন্দনপুর গ্রামের ইয়াকুব বিষপান করে আত্মহত্যা করেছেন বলে আমি শুনেছি।