চৌগাছায় ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলার ঔষধ ব্যবসায়ী সমিতির ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লাকী ফার্মেসীর মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রসীদ। সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পুরাতন কমিটি বিলুপ্ত করে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন পলাশী মেডিকেলের মালিক মন্টু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাকী ফার্মেসীর মালিক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রসীদ পান ৩৪ ভোট। ৪৭ ভোট পেয়ে রুমানা ফার্মেসীর মালিক রোকনুজ্জামান রোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জে আলম ফার্মেসীর মালিক আব্দার রহমান পান ৩৬ ভোট। এছাড়া আলোচনা ও পরামর্শ শেষে কমিটির অন্য ১৫ টি পদে ওষুধ ব্যবসায়ীদের নির্বাচিত করা হয়েছে। এ কমিটির মেয়াদকাল হবে এক বছর।