কলারোয়ায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান পয়েন্টে একটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলায় ২৮৯টি টিকাদান কেন্দ্রে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। আনুমানিক ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের উচ্চমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।