পাইকগাছায় বসতঘর ভেঙে দেওয়া হলো ভূমিহীন পরিবারের

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় চাঁদখালীর গড়েরডাঙ্গায় ভূমিহীন পরিবারের বসতঘর ভেঙে দেওয়ায় মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। আব্দুর রহিম জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গায় ৩ বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন। ৭ সদস্যের পরিবার নিয়ে একটি ঘর তৈরি করে বসবাসের পাশাপাশি সেখানে চায়ের দোকান দিয়েছেন। এ ব্যাপারে আব্দুর রহিমের ছেলে আনিছ জানান, কিছু গাঁজাখোর চোর ডাকাতদের তাদের দোকানে আড্ডা দিতে না দেয়ায় চক্রান্ত করে তাদের ঘরটি ভেঙে দিয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান,ওই ঘরটি সরকারি জায়গায় হওয়ায় অভিযোগের প্রেক্ষিতে ভেঙে দেয়া হয়েছে।