প্রবাসীদের পাঠাতে তৎপর হোন

0

টোকেন ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে টিকিট এবং করোনাকালে স্বয়ংক্রিয় ভিসা ও ইকামার মেয়াদ বৃদ্ধির দাবিতে গতকালও রাজধানী ঢাকার রাস্তায় বিােভ করেছেন প্রবাসী কর্মীরা। এই কর্মীদের অনেকেরই ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে; কিন্তু ভিসার মেয়াদ বৃদ্ধি বা বিমান টিকিট রিকনফার্ম করার জন্য টোকেনই পাননি তাঁরা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্ধারিত এজেন্সির মাধ্যমে ২৪ দিন ভিসা ও ইকামার মেয়াদ বৃদ্ধির কথা বলা হলেও কর্মীদের অভিযোগ, এজেন্সিগুলোর কাছে গেলে তারা বলেছে, এ সংক্রান্ত কোনো নির্দেশনা তারা পায়নি।
ওদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে আলাপকালে করোনা মহামারির কারণে আটকেপড়া সৌদিপ্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন। একই সঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানান। সৌদি আরবে যাত্রী বহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস এরই মধ্যে অনুমতি পেয়েছে। এর আগে করোনা পরিস্থিতির জন্য দেশে আটকে পড়া বাংলাদেশীদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন, সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের কর্মীদের ইকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে এবং প্রয়োজনে আরো বাড়ানো হবে বলে সৌদি সরকারের প থেকে জানানো হয়। অন্যদিকে, মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে করোনার কারণে বাংলাদেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের অবস্থা সম্পর্কে এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারিতে বিদেশে কর্মসংস্থানে ধস নামায় বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান খাত প্রবাসী আয় বড় ধাক্কার মুখে পড়তে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। এ অবস্থায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচিত হবে পররাষ্ট্র ও বিমান মন্ত্রণালয়ে যোগাযোগ বাড়িয়ে দেয়া। তাদের প্রধান কাজ এখন আকামা ও ভিসা পাওয়া প্রবাসীদের দ্রুত সৌদিতে পাঠানোর ব্যবস্থা করা। আমরা আশা করি, মন্ত্রণালয়গুলো প্রবাসীদের পাঠাতে একযোগে কাজ করবে।