যশোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোরে গতকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ জেলায় ৩ লাখ ২০ হাজার ৭শ’ ৩৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সকাল ৯টায় উপশহর শিশু হাসপাতালে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন অফিস কর্তৃক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদর উপজেলা স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা ডা. আবু মাউদ, এমওসিএস ডা. রেহনেওয়াজ, জেলা স্যানিটারি কর্মকর্তা শিশির কান্তি পাল, শিশু হাসপাতালের কর্মকর্তা ডা. নুর-ই-হামীম, প্রশাসনিক কর্মকর্তা মো. ইলিয়াসুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা, শেখ আবু শাহীন জানিয়েছেন, ৩ লাখ ২০ হাজার ৭শ’ ৩৭ জন শিশুর মধ্যে ৬ মাসে থকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৫ জন শিশুকে একটি করে ‘নীল’ রঙের এবং ১১ মাস হতে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৭শ’ ২ জন শিশুকে একটি করে ‘লাল’ রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের শরীরে ভিটামিন ‘এ’ তৈরি হয় না। তাই সরকারের পক্ষ থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। করোনা পরিস্থিতির কারণে এ বছর একদিনে নয় দু’সপ্তাহ ধরে ৮ দিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে। বাকি দু’দিন ইপিআই কেন্দ্রে কার্যক্রম চলবে। জেলার ৯২টি ইউনিয়নে ২শ’ ৮২টি ইপিআই কেন্দ্র রয়েছে। ওই সকল কেন্দ্রে শিশুদের ‘টিকা’ খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।