যশোর সদর উপজেলা পরিষদ উপনির্বাচন: দলীয় প্রতীক পেয়েই দুই প্রার্থীর গণসংযোগ ও প্রচারণা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী পৃথক পৃথকভাবে প্রচারণা শুরু করেছেন। গতকাল রোববার সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবিরের কাছ থেকে দুই প্রার্থী দলীয় প্রতীক নিয়ে কর্মী, সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।


আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর জাহান ইসলাম নীরা দলের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন। অপরদিকে, বিএনপি প্রার্থী নূর-উন-নবীর পক্ষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড, হাজী আনিছুর রহমান মুকুল দলীয় প্রতীক ধানের শীষ গ্রহণ করেন।

প্রতীক পেয়েই প্রার্থী নূর জাহান ইসলাম নীরা গাড়িখানা রোডস্থ কার্যালয় থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন। চৌরাস্তা হয়ে বড়বাজারে গিয়ে শেষ হয় তার প্রথম দিনের প্রচারণা। প্রচারণায় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু প্রমুখ। এদিকে, বিএনপি প্রার্থী নূর-উন-নবী প্রতীক পেয়ে দলের নেতা-কর্মী সমর্থকদের সাথে নিয়ে কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

প্রথম দিন তিনি কারবালা থেকে ওয়াপদা এবং দড়াটানা থেকে এইচএমএম রোড হয়ে বড়বাজারে গণসংযোগ করেন। দুপুরের পর দুই প্রার্থীর প্রচার মাইক বের হয়। এদিকে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির জানান, প্রার্থীদের পায়ে হেঁটে প্রচারণায় কোন নির্ধারিত সময়সীমা না থাকলেও আছে মাইকে প্রচারের সময়সীমা। প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত তারা মাইকে প্রচার চালাতে পারবে। কোন প্রার্থী রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভোটগ্রহণের ৪৮ ঘন্টা আগে সব ধরনের প্রচার বন্ধ থাকবে। আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।