শনাক্তের ৪০তম সপ্তাহে সব কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ৪০তম সপ্তাহে নমুনা পরীা, শনাক্ত, সুস্থতার হার ও মৃত্যু ৩৯তম সপ্তাহের তুলনায় হ্রাস পেয়েছে। রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৯তম সপ্তাহে নমুনা পরীা হয়েছিল ৮৯ হাজার ৯৬টি। এই সময় শনাক্ত হয়েছে ১০ হাজার ৫০১ জন, সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৯১ জন এবং মারা গেছেন ২১৬ জন। ৪০তম সপ্তাহে নমুনা পরীা হয়েছে ৮১ হাজার ৩০টি। এই সময় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৯২ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ১৯৬ জন। রিপোর্টের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীা ৩৯তম সপ্তাহের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। এছাড়া শনাক্ত কমেছে ৭ দশমিক ৭০ শতাংশ, সুস্থতা কমেছে ২১ দশমিক ৫৩ শতাংশ, আর মৃত্যু কমেছে ৯ দশমিক ২৬ শতাংশ।