এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন : সালাহউদ্দিন

0

লোকসমাজ ডেস্ক॥ ‘ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। রোববার (৪ অক্টোবর) নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এ দিন বেলা ১২টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর সায়েদাবাদ, ধলপুর নতুন রাস্তা, গোলাপবাগ স্টেডিয়াম মার্কেট, সায়েদাবাদ বাস টার্মিনাল, সায়েদাবাদ জনপদ মোড় হয়ে ৪৮ ও ৪৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে আবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে শেষ হয়। সালাহউদ্দিন বলেন, ‘এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন, এ নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে এখান থেকেই আন্দোলনের ডাক দেব।’
নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এ প্রার্থী বলেন, ‘আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। নাহলে এ দেশের জনগণ আপনাদের বিচার করবে।’
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সর্দার, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারি, ডেমরা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সহ সম্পাদক হাফেজ মাহবুবসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।