এখনও সবার আগে আসেন রোনালদো, ফেরেন সবার পরে

0

লোকসমাজ ডেস্ক॥ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুশীলনের সূচি ছিলো সবার চেয়ে আলাদা। দলীয় কিংবা ঐচ্ছিক- যেমন অনুশীলনই হোক না কেন, সবার আগে মাঠে চলে আসতেন রোনালদো আর ফিরতেন সবার পরে। তখন মাত্র ২২-২৩ বছরের তরুণ ছিলেন রোনালদো, তাই তার পক্ষে এমনটা করা ছিল সহজ। কিন্তু বয়সের কাঁটা এখন ৩৫ পেরিয়ে গেলেও বদলায়নি রোনালদোর অনুশীলন সূচি। নিজের খেলা ও অনুশীলনে বয়সের ছাপ একদমই পড়তে দেননি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই পর্তুগিজ তারকা। এখনও জুভেন্টাসের অনুশীলনে সবার আগে আসেন ও বাড়ি ফেরেন সবার পরে। দলের কোচ আন্দ্রে পিরলো জানিয়েছেন এ কথা। এরই মধ্যে ইতালিয়ান সিরি ‘আ’র নতুন মৌসুমে দুই ম্যাচে তিন গোল ও এক এসিস্ট করে ফেলেছেন রোনালদো। রোববার নাপোলির বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামবে রোনালদোর জুভেন্টাস। এই ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন জুভেন্টাস কোচ পিরলো।
সংবাদ সম্মেলনে পিরলো বলেছেন, ‘রোনালদো কঠোর পরিশ্রম করে। সবসময় অনুশীলনে সবার আগে সে এবং বাড়ি ফেরে সবার পর। দলের মধ্যে বাড়তি উদ্যম এনে দেয় রোনালদো। যেটা আপনারা হয়তো মাঠেও খেয়াল করে থাকবেন। মৌসুমের শুরুটা দারুণ করেছে। আশা করি শেষপর্যন্ত এই ফর্ম বজায় থাকবে।’ নাপোলির বিপক্ষে ম্যাচেও রোনালদোর কাছ থেকে গোলের আশা জানিয়ে জুভে কোচ বলেন, ‘আমি আশা করছি, প্রতি ম্যাচেই সে এক বা দুই গোল করবে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোমার বিপক্ষে আমরা একজন কম নিয়ে খেলছিলাম। তবু তার (রোনালদো) কল্যাণে শেষপর্যন্ত লড়েছি। সবার জন্য বড় উদাহরণ রোনালদো।’ খুব শিগগিরই নিজের চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হবেন রোনালদো। কেননা উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার একই গ্রুপে পড়েছে মেসির বার্সেলোনা ও রোনালদোর জুভেন্টাস। ফলে গ্রুপপর্বেই অন্তত দুইবার মুখোমুখি লড়াই দেখা যাবে মেসি-রোনালদোর। জি গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী ডায়নামো কিয়েভ এবং ফেরেঙ্কভারোস। দীর্ঘ ২৪ বছর পর চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে নিজেদের প্রস্তুত ঘোষণা করেছেন জুভেন্টাস কোচ, ‘আমরা দলীয়ভাবে অনেক ভালো অবস্থায় আছি। বার্সেলোনার বিপক্ষে খেলা অবশ্যই দারুণ অনুভূতি। কারণ এতে করে আমাদের খেলোয়াড়দের ওপর আরও দায়িত্ব আসবে, সবাই ওদের দিকে তাকিয়ে থাকবে।’