মোরেলগঞ্জে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে স্কুল ফিডিং

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিদ্যালয় বন্ধ থাকলেও মোরেলগঞ্জ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাড়িতে স্কুল ফিডিং এর বিস্কুট পৌঁছে দেওয়া হচ্ছে। ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ (আরআরএফ) এর কর্মীরা এসব বিস্কুট পৌঁছে দিচ্ছে। জানা যায় , মোরেলগঞ্জ উপজেলায় ৩০৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ প্রকল্পের আওতায় ৩১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ গাজার ৬৩৩ জন শিক্ষার্থী রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৪০ প্যাকেট করে উচ্চশক্তি সম্পন্ন এই বিস্কুট বাড়িতে গিয়ে বিতরণ করা হচ্ছে। প্রকল্প পরিচালক রুহুল আমীন খান,উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন সাপেক্ষে ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ (আরআরএফ) এর কর্মীরা মাঠ পর্যায়ে বিস্কুট বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।