মনিরামপুরে জামাইয়ের হাতে শাশুড়ি আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার মাছনাখানপুর গ্রামে দুই জামাই তাদের সৎ শাশুড়ি ও সন্তানদের মারপিট করেই ক্ষ্যান্ত হয়নি। অবশেষে বাড়িছাড়া করেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত নাজমা বেগম (৩৫) তার কন্যা রোজা ইসলাম পিয়া ওরফে ইন্তি (১২)কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমা বেগম মাছনাখানপুরের নুরুল ইসলামের ২য় স্ত্রী। রোজা ইসলাম ছাড়াও তার দিশা ইসলাম (৭) ও উনাইয়া ইসলাম (৫০) নামে আরও দু’টি কন্যা রয়েছে।
নাজমা বেগম জানিয়েছেন, সতীন শাহানাজ বেগমের সহায়তায় দু’জামাতা আরব সুলতান জেনু ও মিকাইল বিজিয়াম লোকজন নিয়ে শুক্রবার বিকেলে তাকে ও তার সন্তানদের বেদম প্রহার করে। ৩ ঘন্টা মারপিট করার পর মনিরামপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করে। এরপর গতকাল সকালে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। নাজমা বেগম যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার আব্দুল লতিফের কন্যা। নুরুল ইসলাম ভালবাসা করে নাজমা বেগমকে বিয়ে করেন। তখন তার বড় স্ত্রী শাহানাজ বেগম ও তার স্বজনরা নাজমাকে মেনে নেয়নি। যে কারণে তাকে আরব সুলতান জেনু ও মিকাইল বিজিয়াম নিজ শাশুড়ির পক্ষ নিয়ে নাজমা বেগম ও তার সন্তানদের মারপিট করে বের করে দেয়।