যশোরে মতবিনিময় সভায় অধ্যাপক নার্গিস বেগম: বিএনপি ভোটাধিকার প্রতিষ্ঠায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এক মতবিনিময় সভায় বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। তারা নির্বাচনে বরাবরই সাংগঠনিক শক্তিমত্তা প্রদর্শন করে। আর শাসক দল তাদের পেশীশক্তি প্রয়োগ করে। তারা নির্বাচনে অস্ত্র, বোমা নিয়ে ত্রাস সৃষ্টি করে ভোট ডাকাতি করা।
গতকাল শনিবার জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষকদল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবীদল এবং ওলামা দলের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপির কোন পেশীশক্তি নেই। তাদের শক্তি হচ্ছে জনগণ। বিএনপি বরাবরই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। বিগত কয়েক বছরে যেভাবে শাসক দল জনগণের ভোট ডাকাতি করেছে বিএনপি তার সমুচিত জবাব দেবে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে। তারা জনগণকে সাথে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শাসক দলের সাথে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ভোট ডাকাতির খেলা অনেক হয়েছে, আর নয়। একার আমরা যেভাবেই হোক ঘুরে দাঁড়াবোই। তিনি অতীতের মত নেতা-কর্মীদের একাট্টা হয়ে কাজ করার আহ্বান জানান। জেলা তাঁতীদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, সহ-সভাপতি আবু জাফর, ফরিদ আহমেদ সিদ্দিকা, জেলা কৃষক দলের সহ-সভাপতি শিকদার সালাউদ্দীন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
অপরদিকে, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত অপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কবির, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আমিনুর রহমান মধু, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শামীম রেজা অর্ণব প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান।