যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯শ’ ২৯ জন। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানানো হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে গতকাল ৭২টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ওই রিপোর্টে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সকলেই যশোর সদরের। জেলার অপর ৭টি উপজেলার কেউ এদিন আক্রান্ত হননি। খুলনা মেডিকেল কলেজ হতে আরও ৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তাতে কেউ আক্রান্ত হয়নি।
যারা আক্রান্ত হয়েছে তারা হলেন- যশোর ২৫০ শয্যা হাসপাতালের শেফালী খাতুন (৩২), পৌরসভার ঝন্টু হোসাইন (৩০), জেল রোডস্থ বেসরকারি একটি হাসপাতালে কর্মরত আব্দুর রাজ্জাক বিশ্বাস (৭৫), ষষ্টিতলাপাড়ার শংকর কুমার নন্দী (৬১), জয়ন্তী রাণী নন্দী (৫৭), সিটি কলেজপাড়ার আশরাফুল আলম (৪৫), মিজানুর রহমান (৪৫), মেহেরুন নেছা (৪২), মো. আব্দুল আলী (৪৮), সদর উপজেলার নওদাঁ গ্রামের অ¦াব্দুল্লাহ (৪০) ও বসুন্দিয়ার কবির (৫২)। পরিসংখ্যানে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ না হলেও ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৪শ’ ২৯ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩শ’ ৪৮টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬শ’ ১১টি।