সংবাদ সম্মেলনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) যশোর জেলা শাখা। গতকাল শনিবার প্রেসকাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আব্দুস সামাদ বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা রাজস্ব খাত থেকে সামান্য বেতন পেলেও অনেক বৈষম্যের শিকার। দীর্ঘ ১৬ বছরে ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসাভাতা, ২৫ ভাগ ঈদ বোনাস, পরিবর্তন হয়নি। শিক্ষকদের কোন বদলি প্রথা নেই। ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের পরিবর্তে অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেয়া হয়। অবসরে প্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ সঠিক সময়ে অবসরের টাকা পাচ্ছেন না। এমতাবস্থায় তিনি আগামীকাল বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষভব্যবস্থা জাতীয়করণ ঘোষণার জোর দাবি জানান। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এমএ মান্নান, শিক্ষক নেতা আব্দুস সবুর, আব্দুল মজিদ, জামাল উদ্দিন প্রমুখ।