সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

0

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনার জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনকে আহ্বায়ক ও নগর বিএন পির সাধারণ সম্পাদক মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু এবং কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আযমকে যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় যশোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে জেলা বিএনপির শহরস্থ সিনিয়র নেতৃবৃন্দের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি