মাগুরা থেকে আলমসাধু চুরি করে চৌগাছায় নেয়ার পথে আটক ২

0

স্টাফ রিপোর্টার॥ মাগুরা থেকে আলমসাধু (ইঞ্জিন ভ্যান) চুরি করে চৌগাছায় নিয়ে যাওয়ার পথে যশোরের চুড়ামনকাটি এলাকা থেকে সাজিয়ালি পুলিশ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেছেন। একই সাথে চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। চুরিকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও (ঝিনাইদহ-হ-১৩-৩৬৪৭) জব্দ করা হয়েছে। এই ঘটনায় মোট ৪ জনের নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
আসামিরা হলো ঝিনাইদহ সদর উপজেলার পদ্মকর গ্রামের মৃত সোহারেবর ছেলে হাসিবুল হাসান (২৫), আতিয়ার বিশ্বাসের ছেলে মিরাজ বিশ্বাস (২২), মাগুরা সদর উপজেলার সানদা লক্ষ্মিপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া (৩৩) এবং যশোরের চৌগাছা উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত কাজী আহসান উল্লাহর ছেলে মিজানুর রহমান (৩২)। সাজিয়ালি পুলিশ ক্যাম্পের এএসআই তৌফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার ভোর ৫টার দিকে টহল ডিউটিকালে যশোর-চৌগাছা রুটের জগহাটি মোড়ে আবস্থান নিলে দেখতে পান একটি আলমসাধু (ইঞ্জিনভ্যান) ও একটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন চৌগাছার দিকে যাচ্ছে। তিনি দাঁড়ানোর জন্য সংকেত দিলে আলমসাধু ও মোটরসাইকেল বসা মোটর ৪জন ডানদিকের মোড়ের রাস্তা ধরে জগহাটি গ্রামের দিকে দ্রুতগতিতে যেতে থাকে। পিছু ধাওয়া করা হলে তারা গ্রামের আনিসুর রহমান মল্লিকের বাড়ির সামনে কাঁচা রাস্তারও আলমসাধু ও মোটরসাকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হাসিবুল ও মিরাজকে আটক করা হয়। আর চঞ্চল মিয়া ও মিজানুর রহমান পালিয়ে যায়। এ সময় ধৃত দুইজন স্বীকার করে যে, তারা ওই আলমসাধু মাগুরা থেকে চুরি করে চৌগাছায় নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য। তারা বিভিন্ন এলাকা থেকে আলমসাধু, নসিমন, করিমন, ইজিবাইক চুরি করে অন্য জায়গায় বিক্রি করে থাকে।