নওয়াপাড়ায় বিটপুলিশিং এর সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর) ॥ অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিট পুলিশিং (বিট-৩) এর অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা গতকাল শনিবার সকালে তালতলা রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এসআই ইসরাফিল আহমেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার ম-ল। বিশেষ অতিথি ছিলেন এসআই জুবায়ের হোসেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, তালতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমজাদ হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম খান, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, তালতলা বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম মোল্যা প্রমুখ।