জ্যোতির নতুন শুরু

0

লোকসমাজ ডেস্ক॥ টিভি ও চলচ্চিত্রে সমান তালে কাজ করে অনেক আগেই সুঅভিনেত্রী হিসেবে পরিচিত পেয়েছেন জ্যোতিকা জ্যোতি। করোনা পরিস্থিতির আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মায়া- দ্যা লস্ট মাদার’ ছবিটি। মাসুদ পথিক পরিচালিত এ ছবির নাম ভূমিকায় দেখা গেছে তাকে। অন্যদিকে তারও কিছুদিন আগে কলকাতায় ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবিটি মুক্তি পেয়েছে জ্যোতির। তবে করোনার প্রথম কয়েক মাস একেবারে ঘরবন্দি ছিলেন এ অভিনেত্রী। যদিও তার পর স্বাস্থ্যবিধি মেনে একটি সচেতনতামূলক তথ্যচিত্রে অংশ নিয়েছেন। তবে এবার দীর্ঘ বিরতির পর ফের কাজ শুরু করলেন তিনি। নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।
এর শুটিং বছর কয়েক আগেও করেছিলেন তিনি। তবে মধ্যে বিরতি ছিল। আর চলতি বছর করোনার কারণে শুটিং শুরু হয়নি। সব মিলিয়ে জ্যোতি নতুন এক শুরু করলেন। আজ থেকে গৌরীপুরে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। চলবে ৮ তারিখ পর্যন্ত। নাসির উদ্দিন ইউসুফের গল্পে এ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। জ্যোতি বলেন, এটা একটা নতুন শুরু বলতে পারেন। কারণ করোনার কারণে পুরোদমে শুটিং করিনি এরমধ্যে। এবার ‘লাল মোরগের ঝুঁটি’ দিয়ে ফের শুরু করলাম। অনেক সুন্দর একটি গল্পের ছবি এটি। স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছি। পুরো টিমই বেশ সচেতন স্বাস্থ্যবিধির ব্যাপারে। আশা করছি খুব ভালো কিছু হবে। এদিকে এ ছবিতে জ্যোতি ছাড়াও অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা ও দোয়েলসহ অনেকেই। ছবিতে সহশিল্পী হিসেবে একটি মোরগকেও দেখা যাবে। এদিকে এ ছবি ছাড়াও জ্যোতির হাতে রয়েছে আরো কয়েকটি ছবির প্রস্তাব। ব্যাটে-বলে মিললে সেগুলো করবেন বলে জানালেন। জ্যোতিকা জ্যোতি বলেন, বেশকিছু ছবির প্রস্তাব রয়েছে। এগুলোর গল্প পড়ছি। সবকিছু ঠিকঠাক লাগলে সেই ছবিতেই কাজ করবো। আশা করছি ভালো কিছু ছবি সামনে দর্শকদের উপহার দিতে পারবো।