করোনায় আক্রান্ত লিভারপুলের মানে

0

লোকসমাজ ডেস্ক॥ লিভারপুলে করোনাভাইরাসের থাবা। অলরেডদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাদিও মানে। স্বাভাবিকভাবেই তিনি খেলতে পারবেন না রবিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি। করোনার সামান্য উপসর্গ আছে লিভারপুল ফরোয়ার্ডের, তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। ইংলিশ ক্লাবটি নিশ্চিত করেছে, এই মুহূর্তে ব্রিটিশ সরকার ও প্রিমিয়ার লিগের করোনা প্রটোকল মেনে সেলফ আইসোলেশনে আছেন মানে। সেনেগাল তারকা করোনা পজিটিভ হওয়ায় কোচ ইয়ুর্গেন ক্লপের পরিকল্পনায় আরও বড় ধাক্কা লাগলো। মানের আগে করোনায় আক্রান্ত হয়েছেন লিভারপুলের নতুন সই করা মিডফিল্ডার থিয়াগো সিলভা। গত সোমবার তার করোনা পজিটিভ হওয়ার খবর মেলে। এবার সাবেক বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের মতো মাঠের বাইরে থাকতে হবে মানেকেও।
করোনা নতুন করে হানা দিয়েছে যুক্তরাজ্যে। দ্বিতীয় ওয়েভে শুক্রবার আক্রান্তের সংখ্যা ৭ হাজার, মারা গেছেন ৬৬ জন। নতুন করে সংক্রমণে স্কটিশ প্রিমিয়ার লিগে কিলমারনকের বিপক্ষে মাদারওয়েলের ম্যাচটি স্থগিত করা হয়েছে। কিলির ছয় খেলোয়াড় পজিটিভ হওয়ায় পুরো স্কোয়াডকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে। থিয়াগো-মানের আগে প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইকেই গুন্ডোয়ান ও ওয়েস্টহ্যাম কোচ ডেভিড ময়েস। ভিলার বিপক্ষে ম্যাচে মানে ও থিয়াগো না পাওয়ার হতাশার মধ্যে লিভারপুলের খুশির খবর হয়ে এসেছে অধিনায়ক জর্ডান হেন্ডারসনের অনুশীলনে ফেরা। ইংলিশ মিডফিল্ডার ঊরুর চোটে সবশেষ তিন ম্যাচ খেলতে পারেননি। ভিলা ম্যাচের ১৮ জনের স্কোয়াডে তার থাকার সম্ভাবনা প্রবল। তবে ক্লপ পাবেন না জোয়েল মাতিপ, অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলাইন ও কসতাস সিমিকাসকে।